ক্রেতারা আসছেন,নক করছেন কিন্তু কেনাকাটা করছেনা যে কারনে- পর্ব ০১


**ক্রেতারা আসছেন,নক করছেন কিন্তু কেনাকাটা করছেনা যে কারনে- পর্ব ০১ **

অনেকেই বলেন, ভাইয়া ক্রেতার সাড়া পেলাম অনেক কিন্তু তারা ক্রয় করছেনা, অনেকেই বলছে দাম বেশি, অনেকেই আবার দাম শুনেই লাপাত্তা।এর কারনগুলি কি হতে পারে বলে আপনার মনেহয়?

আমার কাছে এমন হবার যে কারনগুলি আছে বা মনে হয়েছে সেগুলির আলোকে লিখছি-

**অনেকেই আছে, যারা মুলত বায়ার কিন্তু আপনার কাছে এসে আবার অন্যহ জায়গায় চলে যায়, এর কারন হলো- **
* আপনার কাস্টোমার হ্যান্ডেলিং কোয়ালিটি ভালো না
* আপনার প্রোডাক্ট প্রাইসিং সঠিক না
* আপনার সাপোর্ট দুর্বল
* আপনার প্রডাক্ট ফটোগ্রাফি দুর্বল
* আপনার মার্কেটিং প্রসেস সঠিক না

মুলকথা হলো, যারা কিনতে এসেও ফিরে যায় এবং দিনশেষে আপনার কোন কম্পিটিটরের কাছ থেকে কিনছে, তারা মুলত উপরের পাঁচটা কারনের মধ্যে,প্রথম চারটার যেকোন একটা ক্যাটাগরিতে পড়ে।

এই ক্যাটাগরিগুলিতে পড়ার একটা বড় কারন হলো-

আমাদের অনেক উদ্যোক্তাই কোনো প্রকার এনালাইসিস ছাড়াই শুরু করে বিজনেস।তারা চিন্তা করে-
* বাজারে যাবো
* পন্য কিনবো
* পেজ খুলবো
* পোষ্ট করবো
* ক্রেতারা হুমড়ি খেয়ে পড়বে আর আমি সেল করবো

সহজ ও শর্টকাট এই উপায়গুলিই তারা মনে রেখে বিজনেস করতে শুরু করে,এরপরে কিছুদিন গেলে যখন আর এভাবে কাজ হয়না তখন তারা আবার ২য় পদ্ধতিতে চলে আসে। যেমন-
* বিভিন্ন গ্রুপে পোষ্ট করবো
* সেলার কোড নিয়ে সেল পোষ্ট দিব
* বুষ্টার (আমার ভাষা না) আপু বা ভাইয়া খুঁজবো
* অল্প টাকায় বুষ্টার (আমার ভাষা না) এক্সপার্ট দিয়ে বুষ্ট করাবো
* এরপরে পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে
* এইবার ঐ এক্সপার্টকে গালাগালি করে, আবার নতুন করে শুরু করবো

এই প্রকার সাইকেল টা অনেকেরই চলতে থাকে,এর বাইরে আরও একটা সাইকেল চলতে পারে। যেমন-
* বিজনেস ক্যাপিটালের সঠিক ব্যবহার না হওয়াতে এখন সকল পুঁজি শেষ, আর ফ্যামিলি থেকে টাকা দিচ্ছেনা।
* ফ্যামিলির সাপোর্ট নেই বলে সকল জায়গায় আক্ষেপ পোষ্ট
* রিসেলিং এর কাজ শুরু
* ৩০০ টাকার পন্য ৫ হাত ঘুরে ১২০০ তে সেল করার চেষ্টা
* আবার ফ্যামিলির সাপোর্টের দোষ, তারপরে ঝরে যাওয়া

ভুলগুলি কি ছিলো?

জানতে হলে পড়তে হবে পরের পর্বের পোস্টটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *