Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
শুধুমাত্র ডিগ্রি কিংবা একটা সার্টিফিকেট দিয়ে একটা লাইফ চালিয়ে দিবেন,এইটা আমাদের বাবা-দাদাদের আমলে চললেও বর্তমানে ভাবতে পারাটাই এখন বিলাসিতার সামিল।কারন এইটা এখনকার যুগটা হলো- ধারাবাহিক পরিবর্তনের যুগ।
এই যুগে একটা সিষ্টেমের উপরে লং টাইম স্টেবিলিটি ধরে রাখা কঠিন,কারন এখন স্টেবিলিটি বলে কিছু নেই।কোন কিছুতেই এখন আর এসব নেই।
একটা সময়ে Md Nazir Uddin ভাই, Foyjunnesa Ivy আপু কিংবা রোকেয়া আক্তার প্রীতি আপুদের পেজগুলিতে আমার সাজানো একটা মার্কেটিং প্ল্যান ছিলো কিন্তু এই বছরের শুরু থেকেই সেটা চেঞ্জ।
এখন কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস এডাপ্টেশন ইজ দ্য নিউ স্ট্যাবিলিটি।এই নিউ স্ট্যাবিলিটি এচিভ করতে হলে আপনাকে,আপনার ফিল্ডে সব সময় চোখ কান খোলা রাখতে হবে।
লেটেষ্ট টুল, আপগ্রেডেড টেকনিক, ইন্টারেস্টিং ব্রেক থ্রো আসলে, কিউরিয়াস হয়ে সেটা এক্সপ্লোর করতে হবে।এই জিনিসগুলির সাথে যে যত দ্রুত কোপ আপ করতে পারবে,সেই এগিয়ে যাবে।
নইলে আপনার দারুন সেল হওয়া বিজনেসেও একটা সময়ে ধস নেমে আসবে এবং আসতে বাধ্য।এমন অনেককেই আমি দেখাতে পারি,যাদের পেজে একটা সময়ে লাইভ ও ইনফ্লুয়েন্সার দিয়ে বিজ্ঞাপন দিয়েই অনেক সেল ছিল কিন্তু এখন শুধুই হাহাকার।
অনেকেই মনে করেন,শুধু বুষ্ট করে যাওয়া হলো সমাধান কিন্তু কম্পলিট মার্কেটিং ফানেল এখন অনেক চেঞ্জ নিয়ে এযেছে।
আর এইটাই হচ্ছে– কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস এডাপ্টেশন। সেটা করতে না পারলে: টেকনোলজি আপনার ফিউচার, আপনার ক্যারিয়ার, আপনার অপচুনিটিগুলো খেয়ে ফেলবে ।
এটাই বাস্তবতা। এটাই অনিবার্য বাস্তবতা এখন।
আর আমরা বলি- সেল করতে পড়ালেখা কেন করবো?
বিজনেস করতে পড়ালেখা লাগেনা,কোন স্পেসিফিক এক্সপার্ট লাগেনা।