কনটেন্ট মার্কেটিং এর কিছু বেসিক

✅ কনটেন্ট মার্কেটিং এর কিছু বেসিক ✅

একটা Valuable কনটেন্ট নিয়ে Cold অডিয়েন্সের সামনে প্রদর্শন করার পরে, সেখান থেকে কিছু Warm-up অডিয়েন্স কনটেন্টে Engaged হয় তারপর এই ওয়ার্ম-আপ অডিয়েন্সদের সামনে প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশ করলে সেখান থেকে একটা নির্দিষ্ট কাস্টোমার বেইজ তৈরি হয় – এটাকে বলা হয় বেসিক কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি।

কনটেন্ট মার্কেটিং করার মৌলিক ৫ টি পদক্ষেপ :

১.আপনার বিজনেসের এ টু জেড জানুন।

২. আপনার অডিয়েন্স কে বা কারা জানুন।

৩. অডিয়েন্সের জন্য মার্কেটিং পিচ বা কনটেন্ট তৈরি করুন।

৪. আপনার বিজনেস ও অডিয়েন্স অনুসারে সোস্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্ম নির্বাচন করুন – তদনুসারে কনটেন্ট Distribute করুন।

৫. পটেনশিয়াল Leads গুলো নার্সিং করুন এবং রেজাল্ট ট্রাক করতে থাকু।

Bonus point – এই framework এর কোথায়ও কোন Leakage আছে কিনা তা জানার জন্য একজন কনটেন্ট মার্কেটিং কনসালটেন্টের পরামর্শ নিন।

এইগুলি মাথার উপর দিয়ে গেলো কার কার?

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *