ভালো সেল হবার পরেও হারিয়ে যাবে অনেকেই

ভালো সেল হবার পরেও হারিয়ে যাবে অনেকেই

সেল একটু ভালো হলেই হারিয়ে যায় অনেকেই, এর কারন হলো- সেলসের পাশাপাশি ব্র্যান্ডিং এর প্রতি নজর না দেওয়া। অধিকাংশ উদ্যোক্তাই হারিয়ে যাচ্ছে ও যাবে সময়েরই ব্যবধানে।

কেন এমন হয়?
আপনি নিজের দিকেই তাকিয়ে একবার ভাবুন তো, আপনার যখন কোন কিছুর দরকার পড়ে কিংবা যখন কিছু ক্রয় করতে যান তখনই কিন্তু আপনি আপনার পরিচিত মানুষ খুঁজে বেড়ান। অথচ এই আপনিই আবার শুধুমাত্র বুষ্ট করে সেল চাইছেন।
আমি সব সময় বলি, আপনাদের সকলেরই উচিত একটি ক্লায়েন্ট বেজমেন্ট তৈরি করা, সকলেরই উচিত- আপনার পার্মানেন্ট কিছু ক্লায়েন্ট রেডি করা।আর এইজন্যই আমি বলি- ব্রান্ডিং এ জ্বোর দিতে হয়।
ব্রান্ডিং জরুরী আছে,এইটার অর্থ এমন না যে- বিভিন্ন গ্রুপে আপনাকে একতিভ থেকে ব্রান্ডিং করতে হবে।বরং আমি বলি, নিজের পেজে নিজের ব্রান্ডিং করতে হবে।

এগুলি কেমন হতে পারে-
নিজের স্টোরি শেয়ার করা
মাঝে মাঝে ক্লায়েন্টদের সাথে ফিলিংস শেয়ার করা
সময় দিয়ে বা শ্রম দিয়ে রেভিনিউ শেয়ার করা
সামাজিক কাজ-কর্মে নিজেকে নিয়োজিত করা
আর্থ-সামাজিক প্রেক্ষাপট নিয়ে নিজেকে যুক্ত রাখা
কারন, আজ আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটা যদি মার্কেটে এভেইলাবল হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রোডাক্ট নিয়ে তিকে থাকা কঠিন। তখন আপনি এগিয়ে যাবেন-শুধুমাত্র ব্রান্ডিং এর জ্বোরেই।
দ্রুত সময় এবং স্বল্প খরচে ব্র্যান্ডিং এর জন্য ফেইসবুক মার্কেটিং সবচেয়ে কার্যকরী ভুমিকা রাখে।
আপনার পণ্য বা সেবাকে সহজেই মানুষের কাছে পৌছে দিতে আপনার উচিত প্রোপার মার্কেটিং নিয়ে কাজ করা।আপনারা যা করবেন-

নির্দিষ্ট একটা মার্কেটিং প্ল্যান করেন।
একটা নিদৃষ্ট বাজেট করুন
ক্যাম্পেইন সেট করুন বুঝে বুঝে
পন্য বা সেবা অনুযায়ী অডিয়েন্স টার্গেট করুন
কায়েন্ট ডাটাবেজ তৈরি করুন
লয়্যাল ক্লায়েন্ট আলাদা করুন
ক্লায়েন্ট মিটিং করুন
ছোট ছোট গিফট করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *