কত ডলারের বিজ্ঞাপন দিলে, আমার জন্য সবচেয়ে ভালো হবে?

 

বর্তমানে সবচেয়ে বেশি প্রাপ্ত প্রশ্ন হলো- ভাইয়া, ওমুক আপুর রিভিউ দেখে আপনাকে নক করেছি,আমিও আপনার সাথে কাজ করতে চাই।কত ডলার বুষ্ট করলে, আমার পেজের জন্য ভালো হবে?
কেউ কেউ জিজ্ঞাসা করেন- ভাইয়া, ৫/১০ ডলারে কেমন রেসপন্স আসতে পারে?
কেউ জিজ্ঞাসা করেন- ভাইয়া, ৫ ডলারে রিচ কেমন হতে পারে?

আমি এর আগেও ৬ টি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে (www.youtube.com/ictcare) দিয়েছিলাম এইসব বিষয় আলোচনা করে, কিন্তু অনেকেরই আবার সেই ভিডিও দেখার সময় নেই।তাই আজকের এই কন্টেন্ট দিলাম।

একটা পেজে কত ডলার বাজেট করলে ভালো ফলাফল পাওয়া যাবে, এইটার উত্তর দিতে গেলে যেগুলি আমার জানা দরকার পড়ে-
পেজের কোয়ালিটি কেমন
পেজটি কতটা গোছালো
পেজের টার্গেটেড কাস্টোমার কারা
পেজের প্রোডাক্ট কি
এই প্রোডাক্টের প্রাইসিং এর সাথে টার্গেটেড ক্লায়েন্টের সঠিক মেলবন্ধন আছে কিনা
পেজের আসল কার্যক্রম কেমন

এগুলি না জেনে কাউকে আসলে বলা যায়না যে কত ডলার বেটার হবে বা ভালো হবে।

৫/১০ ডলারে কেমন রিচ আসতে পারে?
আপনি কি রিচ চান নাকি কাস্টোমার ম্যাসেজ? এই উত্তর আগে জানা দরকার।
রিচ ডিপেন্ড করে- আপনার পেজের কোয়ালিটি আর কতটা একটিভ ও টার্গেটেড ক্লায়েন্ট বেইজ লাইক ও ফলোয়ার আছে আপনার পেজে সেটার উপরে।
একটা বুষ্টেই কখনো কোন রেজাল্ট আশা করা উচিত না, এই একটা বুষ্টেই যদি আউটপুট খুব ভালো এসে যায়- তাহলেও আমার কোন আলাদা ক্রেডিট নাই, আবার খারাপ হলেও আমার কোন ডিসক্রেডিট নাই।রিজিক অবশ্যই আল্লাহ পাকের হাতে, তবে এই কথাটা আরও বেশি হয় এই ক্ষেত্রে, কারন টার্গেট অনুযায়ী কাস্টোমার সিলেকশন একবারেই হয়ে যাওয়াটা বিরাট ভাগ্যের ব্যাপার।

আমার সাজেশন হলো- যারা কাজ করবেন তারা কনসাল্টেন্সি করে নিয়ে কাজ করবেন এবং ধৈর্য্য নিয়ে নিয়িমিত কাজ করবেন,ইনশাল্লাহ ফলাফল ভালো পাবেন।

সঠিক মার্কেতিং ফানেল ব্যবহার করে সফল উদ্যোক্তার সংখ্যা বাড়ছে দিনে দিনে, তাদের থেকে রিভিউ পেলে আমাদের নাম সবার মুখেই লেগে থাকতো, কিন্তু অনেকেই রিভিউ না দিয়ে হাইড রেখে মজা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *