Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
**আলোচনার বিষয়বস্তু- পন্য বা সেবায় ব্রান্ডিং এর ভুমিকা **
কোম্পানি ব্র্যান্ডিং এর অল্প বা দীর্ঘ মেয়াদি মুনাফা, উদ্দেশ্য, উতকর্ষতা ইত্যাদি এসব মুলত খুবই ভেবেচিন্তে এবং সুকৌশলে করতে হয়।এর পিছনে বড় কারন হলো, এর প্রভাব সরাসরি কোম্পানির উপর পড়ে।
যথোপযুক্ত ব্র্যান্ডিং ক্রেতার কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এটি পণ্য বা সেবার বিপণন এবং উতকর্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
উদাহরণ স্বরূপ **কোম্পানির লোগো**। কোম্পানির সাথে সংশ্লিষ্ট চমৎকার একটি লোগো খুব সহজে মার্কেটে পরিচিতি পায়।** মানুষ সহজে যেন লোগো মনে রাখতে পারে এবং লোগো যেন আপনাকে কোন না কোনভাবে প্রেজেন্ট করে সেটি খেয়াল রাখা উচিত**,এইজন্য সস্থার চিন্তা বাদ দিয়ে প্রফেশনাল হওয়া উচিত।
**ব্যবসার মূল্যমান বৃদ্ধি করে ব্রান্ডিং- **
যথাযথ ব্র্যান্ডিং, আপনার ব্যবসাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এর মাধ্যমে কোম্পানি তার ব্যবসায়িক মূলমন্ত্রের সাথে সরাসরি কাস্টমারদের সংযুক্ত করতে পারে। নির্ধারিত পণ্য বা সেবা বা কোম্পানির মান সম্পর্কে সঠিক ধারণা খুব দ্রুত প্রতিষ্ঠিত করা সম্ভব ব্র্যান্ডিং এর মাধ্যমে।
**ক্রেতার দৃষ্টি আকর্ষন করা সহজ হয়- **
উপযুক্ত ব্র্যান্ডিং কোম্পানিকে একটা বিশ্বস্ত নামের মাধ্যমে পরিচিত করে তোলে। সেই নামের সাথে ব্যবসার সততা, বৈচিত্র্য আধুনিকতা তথা ক্রেতার চাহিদা মেটানোর প্রতিশ্রুতি সবই যুক্ত হয়ে যায় ফলে ক্রেতার আগ্রহ বাড়ে।
**মার্কেটে কোম্পানির বিশ্বস্ততা বাড়ে- **
ব্র্যান্ডিং মাধ্যমে কোম্পানির পেশাদারিত্ব,ব্যবসায়িক মূলমন্ত্র এবং কাস্টমারদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি প্রকাশ পায়। এর ফলে মার্কেটে কোম্পানির প্রতি বিশ্বাস বাড়ে এবং নিয়মিত ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পায়।
**ব্র্যান্ডিং বিজ্ঞাপন সহ অন্যান্য প্রমোশনে সহযোগিতা করে-**
কোম্পানির প্রমোশনে বিজ্ঞাপন বেশ পুরনো কার্যকরী উপায়। ব্র্যান্ডিং এরও অন্যতম প্রচলিত পদ্ধতি এই বিজ্ঞাপন। যার মাধম্যে কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি , বিশেষত্ব প্রকাশ পায় সাবলীল ভাবে যা সহজেই কাস্টোমারের কাছে পৌঁছতে পারে। ব্রান্ডিং এর মাধম্যে কোম্পানি নাম ও লোগো এর সুনির্দিস্ট উদ্দেশ্য মূলমন্ত্রসহ মার্কেট প্লেসে প্রতিষ্ঠিত হতে পারে।
**কোম্পানি কর্মকর্তাদের স্ট্যাটাস ও আত্মতৃপ্তি বাড়ায়-**
ব্র্যান্ড কোম্পানিতে কাজ করে নিজেদের কাজের আত্নতুষ্টি খুজে পায় কর্মকর্তারা। মার্কেট প্লেসে নিজেদের সন্মানের স্থানে দেখতে পেয়ে কাজের প্রতি একাগ্রতা বাড়ে। সামাজিকভাবেও তাদের কাজের সম্মান ও স্বীকৃতি পেয়ে সন্তুষ্ট হয় নিজের কাজের প্রতি