আপনার সাফল্যটাই সবাই দেখবে, আপনার কষ্টগুলিকে কেউ দেখবেনা

আপনার সাফল্যটাই সবাই দেখবে, আপনার কষ্টগুলিকে কেউ দেখবেনা

আমি এর আগেও অনেক কন্টেন্টে বলেছিলাম যে- সফল ব্যক্তিদের সফলতাটাই সবাই দেখবে কিংবা দেখে থাকে, কিন্তু তার পিছনে থাকা চাপা কষ্ট কিংবা স্যাক্রিফাইস কেউ দেখেই না, দেখতেও চাইনা।আর মুল্যায়ন তো অনেক পরের ব্যাপার।
সফলতা কোনো অলস ব্যক্তির কাছে ধরা দেয় না, তাই কারও কাছে যেটা অলীক কল্পনা, সেটাই যখন কারো জীবনে বাস্তব হয়ে ধরা দেয়,তখন এটা ভাবার কোন অবকাশ নেই যে, ঐ উদ্যোক্তার ভাগ্যতা আসলে ভালো ছিলো।
চলার পথটা কারও মসৃণ হয়না মুলত,কেউ একটুজ ধাক্কা খেলেই থেমে যায়, কেউ আবার ঘাড়ের রগ বাঁকা করে চোয়াল বদ্ধ প্রতিজ্ঞা করে সামনে এগিয়ে যায়। প্রতিটা উদ্যোক্তার সাফল্যের শীর্ষে পৌঁছানোর পেছনে থাকে তার অক্লান্ত পরিশ্রম, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও উদ্যামে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা, অ্যাকশন নেয়ার পেছনের ইন্সপিরেশন এবং স্বপ্নপূরণের জন্য তার রাত-দিন এক করে দেয়া।

এগুলো আপনার দ্বারাও সম্ভব যদি মনোবল শক্ত থাকে এবং সবসময় পজিটিভ মাইন্ডেড থাকেন, সেইসাথে নিজের স্বপ্নকে কাটছাট না করে বরং নিজের পরিশ্রমের লেভেল কে আরও একধাপ বাড়িয়ে নেওয়া। ভাগ্যের আশায় বসে না থেকে নিজেকে তৈরি করুন।
এবং যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ মেন্টরের গাইডলাইন নিয়ে এই কঠোর পথচলাকে নিজের সহজ জার্নিতে কনভার্ট করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *