এত কিসের আক্ষেপ বলেন তো

 

সকাল থেকেই শুরু হয় আমাদের নানবিধ আক্ষেপ।এটা না হলে ঐটা হতো, এমন না হলে আজকে আমি ওমুক জায়গায় যেতাম, ওমুক এমন না করলেই আজকে আমাদের অবস্থান আলাদা থাকতো ইত্যাদি।

একবার এসব ভাবার আগে থামুন। আসুন একটু প্রাপ্তিগুলি দেখি-
রাতে যখন আমি-আপনি ঘুমাতে গেলাম, তখন যারা ঘুমাতে গিয়েছিলো, তাদের অনেকেই আর আজকের সকাল দেখেনি কিন্তু আমি-আপনি দেখেছি আলহামদুলিলাহ।

যারা একসাথে সকাল দেখেছিলো, তাদেরই কেউ কেউ সকালে নাস্তা করতে পারেনি, আমি-আপনি করেছি আলহামদুলিলাহ।

যারা নাস্তা করেছিলো,তাদেরই অনেকে আবার নিজের আপনজনকে কাছে পাইনি,আপনি-আমি তো পেয়েছি আলহামদুলিলাহ।

জীবন মানেই আক্ষেপের গল্প নয়, খুঁজে নিন একটু একটু করে সফলতা আর একটু একটু করে তৃপ্তি।এই একটাই জীবনে, সবচেয়ে বড় প্রাপ্তি তো বেঁচে থাকা।আসুন একটু সুখি হই সবাই মিলে।

শুধু ভাবুন, আমরা বেঁচে আছি মানেই হলো-আমাদেরকে ভালো কাজ করতে হবে।আর এই ভাল কাজ করতে পারলেই আমাদের আক্ষেপ বলে কিছু থাকবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *