ঈদকে সামনে পেলেই কেন, হুট করে পেইজের অর্গানিক রিচ, এনগেজমেন্ট একদম খারাপ হয়ে যায় প্রতিবার?
পেইড প্রমোশনেও নাকি আগের মত রেসপন্স পাওয়া যাচ্ছে না। এমন কি সবার সাথেই হচ্ছে?
উত্তর- অর্গানিক রীচ ফেসবুক কম দিবে স্বাভাবিক, পেইড হলে ওদের বিজনেস হয়৷আর বিজনেস করার জন্যই এতবড় প্ল্যাটফর্ম বানিয়েছে।আপনি-আমি হলেও এটাই করতাম।
শুধুমাত্র বুষ্ট, কখনোই কমপ্লিট বিজনেস প্ল্যানিং হতে পারেনা,আর যারা এটাকেই মার্কেটিং বলে ধরেন,তাদের জন্য একটু সমস্যা হবেই।তবে এখন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স ই পাচ্ছি, এডগুলিতে।
তবে আগের চেয়ে কিছুটা আসছে লো বাজেট যাদের,আবার হাই বাজেটে রেজাল্ট আগের চেয়েও অনেক ভালো।সেইম সাইকেলে কাজ বারবার রিপিট করতে হয়না,এক একটা পেজের কোয়ালিটি বুঝে এই ফানেল বানানো উচিত।কাউকে দেখে না কিংবা কারও থেকে শুনেও না।
এখানে আরও ২ টা সিম্পল বিষয় আছে- বিষয়টা খুব সিম্পল, যেকোন উৎসব আসলে তাকে কেন্দ্র করে এড দেয়া বেড়ে যায়। এর ফলে দুটা জিনিস হয়,
১। এড স্পেসের তুলনায়, এড বেড়ে যায় অনেক বেশি।যে কারনে কম্পিটিশন অনেক বেশি হয়ে যায়। যার কারণে এই সময়টায় অনেকে এড চালিয়ে আশানুরুপ রেজাল্ট পাননা (প্রোডাক্ট ভেদে তারতম্য দেখা যায়)
২। পেইড কন্টেন্ট দেখানোর জন্য ফেইসবুক অর্গানিক রিচ কমিয়ে দেয়।