থাকছে না আর ক্লাসিক পেজ, সকল পেজই হবে প্রোফাইলের ন্যায় আপডেট পেজ

Review Changes to Your Page

শুভ সকাল

আজ থেকে আমি আপনাদেরকে জ্বালাতে শুরু করবো প্ল্যান করলাম।
কিভাবে?
আমি আবার দিনে মিনিমাম ৩ টা করে কন্টেন্ট দিতে শুরু করতে চাইছি, আর আমি লেখা মানেই আপনাদের পড়ার চাপ বেড়ে যাও্যা।উদ্যোক্তারা মুখে মুখে পড়ার কথা বললেও, তাদের লেখাতে বললেও বাস্তবে সেটার প্রয়োগ কম থাকে।
যাহোক, আমি তাদের জন্য লিখি, যারা জানতে চাই এবং শিখতে চাই।

মুল কথায় আসি, আপনাদের সকলের কাছেই একটা নোটিফিকেশন যাচ্ছে, মানে যাদের পেজটা মুলত ক্লাসিক মোডে আছে,তাদের কাছে।

এমন ম্যাসেজ পেলে আপনাদের করনিয় হলো- Get Started Select করে সবগুলি অপশনে নেক্সট নেক্সট করে পেজটাকে আপডেট করে ফেলা।শুরুতে একটু খারাপ লাগবে কিন্তু আস্তে আস্তে এটা দেখবেন ঠিক হয়ে গেছে।
আমি ২০২০ সাল থেকেই বলে আসছি যে, ফেসবুক ঘোষণা দিয়েছে কোন ক্লাসিক পেজ থাকবেনা। অনেকেই বিশ্বাস করেনাই কিন্তু এখন, সবাইকেই আপডেট মোডে আসতে হবে।

এটা নিয়ে চিন্তার কিছু নেই, করে নিতে পারেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *