আমি এই সম্পর্কে এই গ্রুপে অনেকবার লিখেছি,এটার ব্যবহার কতটা মজার সেটা আপনারা অনেকেই জানেন না।খারাপ লাগার একটা বিষয় হলো- আপনারা জানার চেস্টাও করেন না।
এই গ্রুপে একটিভ কিংবা ইনএকটিভ কাউকে আমি সার্চ করে পড়তে দেখিনা,যদি কেউ সার্চ করে পড়েন আর কমেন্ট করেন তাহলে তো আমি টের পাবো কিন্তু সত্য হলো- আপনারা শুধু আপনাদের পন্য নিয়ে,সততা, ধৈর্য্য আর সফলতা নামক দুই চারটা কমন বিষয়ে সবাই লিখে বেড়ান অবিরাম।
এভাবে কি আসলে বিজনেস করা যায়?আমার সাথে যারা কাজ করেন, @everyone এর কাজ শেষ হলে,আমার অফিস থেকে সকল ফাইলগুলি একত্রে Google Drive এ করে দিয়ে দেয়া হয়।এদিকে,আপনারা কেউ সেখান থেকে ফাইল গুলি নিয়ে,নিজেদের ড্রাইভে রাখেন না।
এরফলে যেটা হয়,সবাই আমাকে বারবার বলেন- ভাইয়া আমার ফাইলগুলা তো পাইনা,এখন কি করবো?এইগুলা যে অজ্ঞতার জন্য হয় সেটা ঠিক করা উচিত আমাদের,তাই জানা উচিত।
আমি দুইটা ভিডিও লিংক দিচ্ছি,সবাই দেখবেন মনযোগ দিয়ে।এরপরে এপ্লাই করবেন।নিজের ইমেলের সাথেই Google Drive থাকে।
আপনারা আপনাদের ড্রাইভে-
উদ্যোগের লোগো
কভার
বিজনেস কার্ড
ক্যাশ মেমো
স্টিকার
লেভেল
এগুলি সহ, সকল প্রয়োজনীয় ফাইল রাখবেন।তাহলে আর কাউকে গিয়ে বলতে হবেনা বা চাইতে হবেনা।