ট্রেন্ড
মার্কেটের বর্তমান অবস্থা পর্যালোচনা করাই যথেষ্ট না, মার্কেট কোন দিকে যাচ্ছে সেদিকেও নজর দিতে হবে। মার্কেট কোন দিকে যাচ্ছে তা বুঝতে সাহায্য করার জন্য অনলাইনে নানারকম সিগন্যাল পাওয়া যায়। যেমন:
-
ওয়েবসাইটে পরিবর্তন, মেসেজিং এর পরিবর্তন, পণ্যের পরিবর্তন অথবা প্রতিদ্বন্দ্বীদের পণ্যের মূল্য বা প্যাকেজিং এর পরিবর্তন ইত্যাদি কোম্পানির কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। পণ্যের বৈশিষ্ট্য ও দামের বদলে কোম্পানির মনোযোগ এখন কাস্টমারদের ধরে রাখার দিকে।
-
কর্মী নিয়োগের ট্রেন্ড: উচ্চতর যেকোনো প্রজেক্ট থেকে শুরু করে চাকরির বর্ণনা পড়ে বড় বড় কোম্পানিগুলি কোন বিষয়ের দিকে গুরুত্ব দিচ্ছে তা জানা যায়। এর থেকে আপনি জানবেন পণ্য বাজারে আনার আগে কিংবা মার্কেটিং কৌশল হিসেবে তারা কী কী করে। যেমন, ইন্টারকমের প্রডাক্ট ম্যানেজমেন্টে কর্মী বাড়ানোয় পণ্যের চাহিদা বেড়েছিল। আর যেকোনো বিষয় বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে তার কোন দিকগুলিতে বিনিয়োগ করা হচ্ছে তা বোঝা যাবে।