নিজের ব্যবসায়, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারাটা আপনাকে অনেক দূর এগিয়ে রাখবে। মার্কেট এনালিষ্ট কিংবা বিশেষজ্ঞদের মত হয়ত নিঁখুতভাবে সম্ভব হবেনা আমাদের পক্ষে। তবে কয়েকটি ধাপ সঠিকভাবে এনালাইসিস করতে পারলে অনেকছুই করা সম্ভব।
মার্কেট অ্যানালাইসিস কী?
ইন্ডাস্ট্রির একটি নির্দিষ্ট মার্কেটের গতিশীলতা পরীক্ষার জন্য মার্কেট অ্যানালাইসিস করা হয়। এর মধ্যে আছে কাস্টমার ও পণ্যের বর্তমান চাহিদাসহ আরো নানা বিষয়।
মার্কেট অ্যানালাইসিসে পরিমাণগত ও গুণগত বিষয়, যেমন মার্কেটের আকার, কাস্টমারদের ধরন ও মার্কেটে প্রভাব ফেলে এমন বিষয়গুলি থাকতে পারে। এটি করা হয় মূলত মার্কেটে বিনিয়োগ বা প্রতিযোগিতায় টিকে থাকতে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য।
সহজ কয়েকটি ধাপের মাধ্যমে যেভাবে করবেন মার্কেট অ্যানালাইসিস:
মার্কেট অ্যানালাইসিসের প্রথম ধাপ হলো মার্কেটের মূল চরিত্রদের চিহ্নিত করা। এর মধ্যে থাকে:
কাস্টমার: আপনার বা প্রতিদ্বন্দ্বীর পণ্য কিনে ব্যবহার করে এমন কাস্টমার, পাশাপাশি ফ্রি কিংবা ট্রায়ালে পণ্য কেনা কাস্টমার।
প্রতিদ্বন্দ্বী: যেসব কোম্পানির সাথে পণ্যের বিক্রি নিয়ে আপনি প্রতিযোগিতা করেন। সরাসরি প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি পরোক্ষ প্রতিদ্বন্দ্বীরাও মার্কেটের মূল চরিত্রের মধ্যে পড়বে।
ইনফ্লুয়েন্সার: যারা আপনার মার্কেট ও ক্রেতাদের ওপর প্রভাব বিস্তার করে।