বুস্ট দেয়ার পরও কেনো সেল নেই
বুস্ট দিচ্ছেন মেসেজ আসছে কম
মেসেজ বেশি আসছে কিন্তু সেল কম
সকল প্রশ্নের উত্তর নিয়েই এই পোস্ট, আশা করি পুরো পোস্ট পড়লে কিছুটা বুঝতে পারবেন।
বুস্ট মুলত কি?
বুষ্টিং এর মাধ্যমে আপনার পন্যটা বিভিন্ন অডিয়েন্সের নিকট পৌছে যাবে, এরপর অডিয়েন্স আপনার পন্য কিনবে কিনা! সেটা অবশ্যই নির্ভর করে আপনার পন্য, বুস্ট কৃত পোস্ট কন্টেন্ট এর উপর।এছাড়া আপনার কাস্টোমার হ্যান্ডেলিং এর দক্ষতার উপরে।
এখন, এখানে আবার আরেকটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠে সেটা হলো ভাই, যদি সঠিক অডিয়েন্স টার্গেটিং না হয় তাহলে তো সেল হবেই না, মেসেজ কম আসবেই।
মেসেজ করবে সেটা অডিয়েন্স এর ইচ্ছার উপর। এখন অডিয়েন্স এর ইচ্ছার অধিকার বা মর্জি কোনোটাই কিন্তু মার্কেটিং এজেন্সির হাতে নেই।তাদের হাতে আছে মুলত- কাস্টোমার টার্গেটিং করাটা কিন্তু সেটাও একটা বা দুইটা এড থেকে হয়না। it takes time.
একটু ভাবুন আপনি নিজেই কি আপনার ফেসবুক ওয়ালে আসা সকল এডে ক্লিক করেন?
ম্যাসেজ করেন?
কুয়েরি করেন?
নিশ্চয়ই সবগুলিতে করেন না,বরং আপনার নিকট যেটা ভালো লাগে কিংবা যে কন্টেন্ট টা আই ক্যাচি মনেহয় সেইটা ক্লিক করেন ও ম্যাসেজ করেন।
ঠিক একই কাজ আপনার পেজ এর ক্ষেত্রেও অন্যান্য কাস্টমার করে থাকে।এটা কেন মাথায় আসেনা আপনাদের বলেন তো?
তাহলে বুঝলেন নিশ্চয়ই – কাস্টমার মেসেজ পাবার সর্বপ্রথম শর্ত হলো আপনার পোস্ট কন্টেন্ট কে আকর্ষণীয় করে তোলা, ফর্মাল পোস্ট কন্টেন্ট জাস্ট প্রোডাক্ট এর স্পেসিফিকেশন দিয়ে ক্যাপশনে ভরপুর থাকলে আমি আপনি নিজেও কিন্তু ঐ পোস্ট এড়িয়ে যায়, দেখিনা।
কিন্তু যেই পোস্ট কন্টেন্ট এ দেখবেন রিয়েলিস্টিক কথা দেয়া থাকে, আপনি প্রোডাক্ট ব্যবহার করলে কি সুবিধা পাবেন তা বলে দেয়া থাকে তখন আপনি কিন্তু মেসেজ দিতে আগ্রহী হোন।
এখন আরেকটি প্রশ্ন মনে জাগে নিশ্চয়ই, যে ভাই মেসেজ অনেক আসে কিন্তু সেল নেই। আবার অনেকে বলে থাকেন কি, অডিয়েন্স টার্গেটিং ভুল হয়েছে তাই মেসেজ আসে কিন্তু সেল হচ্ছেনা। এটা নিতান্তই ভ্রান্ত ধারণা বলে আমি মনে করি।
কেননা, আপনি কি কোনো পেজের পোস্টে এমনেই মেসেজ দেন? নাকি কিছু কিনতে আগ্রহী বলেই, আপনার ঐ প্রোডাক্ট টা দরকার বলেই মেসেজ দেন , তাই না? তাহলে? সেল কেন নাই?
এর কিছু কারণ আছে-
১. কাস্টমার আপনার থেকে যেই পণ্য দেখেছে তার চেয়ে রিজনেবল প্রাইস এ অন্য জায়গা থেকে কিনে নিয়েছে।
২. পেজ সেট আপ- হ্যাঁ, আপনার পেজ ঘুরে দেখে কাস্টমার ট্রাস্টেড মনে করতে পারেনি আপনাকে এবং আপনার পেজ কে।
৩. কাস্টমার এর সাথে কমিউনিকেশন ভালো গড়ে তুলতে না পারা।
এবার আরেকটু খুলে বলি, আপনি যখন কিছু কিনতে কোনো পেজের পোস্ট কন্টেন্ট এড দেখে মেসেজ দেন? ভালো লাগলেই তো তাই না?
যেমন ধরুন আপনি শাড়ি কিনবেন, আপনার শাড়ি কেনার ইচ্ছা আছে, আপনি Abida’s Zone পেজে মেসেজ দিয়েছেন কথা বলেছেন দরদাম করছেন কিন্তু আপনি Abidas Zone পেজ থেকে কিনলেন না, কিনেছেন অন্য আরেকটি পেজ থেকে?
কারন আপনার কাছে ঐ পেজটা ট্রাস্টেড ও রিজনেবল প্রাইস মনে হয়ছে দেখেই কিনেছেন।তাই পন্য কিনে না জিতলে সেল করে জেতা যায়না
তো আপনি যে, Abidas Zone থেকে শাড়ি কিনলেন না সেই পেজের বুষ্টের অডিয়েন্স টার্গেট কি ভুল ছিল? নাকি সঠিকই ছিল।
তাহলে Abidas Zone পেজ সেল করতে পারলো না কেনো? পেজ কন্টেন্ট গুণগত মান, প্রাইস, পেজ সেট আপ, পেজ রিভিউ কম, পেজ এ লাইভ নেই, পেজ ট্রাস্টেড মনে হয় নাই ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য।
তাহলে এবার কি মনে হচ্ছে বলুন তো? সেল না হবার জন্য দায়ী কে?
আবার পেজে মেসেজ দিলেই কি একদম কিনে ফেলেন?
নাকি অনেক সময় মেসেজ দিয়ে রেখে দেই কিনি না।
ঠিক একই কাজ ও অন্যরাও আপনার পেজের ক্ষেত্রে করে থাকে..
আপনার কন্টেন্ট এর গুনগত মান, মার্কেট ভেল্যু পোস্ট যত ভালো হবে মেসেজ তত বেশি আসবে….
তাই বুস্ট দেয়া মানেই সেল ভরপুর.. এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।আগে প্রপার মার্কেটিং করুন।