আমি নিয়িমিত ফেসবুক মার্কেটিং করি, ইদানিং দেখি রিচ ডাউন ভয়াবহ রকমের।সেল তো ড্রপ বেশ হচ্ছেই,এদিকে আমার বাজেট অনেক ভালো।মনে হচ্ছে আমি যাকে দিয়ে কাজ করাচ্ছি,তার কাজে ভালো রেজাল্ট পাচ্ছিনা।
এমন কথা অনেকের কাছেই শোনা যায়,তবে এটা আবার খেয়াল করে দেখবেন যে, সবাই নিয়মিত বলেনা।কখন বলে?
মাঝেমধ্যে বলে, কিন্তু কেন বলে,তাদের ধারনা কি ঠিক?
এগুলি নিয়ে আমি অনেক লিখেছি,লাইভ করেছি,ভিডিও দিয়েছি কিন্তু দিনশেষে আমরা সব ভুলে যাই।এইজন্য আজকে একটু সহজে বলে দিচ্ছি,মুল কথাটুকু মনে রাখলেই চলবে।
এর বাইরে একটা কথা বলি-
এটা মুলত ফেসবুকের বিজনেস, এড চালাতে দিলে তার লাভ,আপনার ও লাভ। সে আপনাকে ৮ টা এডে সেল দিলে ২ টাতে কোনো সেল নাও দিতে পারে।
আপনি ফেসবুককে দিয়ে আয় করলে ফেসবুকও আপনাকে দিয়ে আয় করতে এসেছে,এটা মাথায় রাখুন।ব্যবসায় ওঠা-নামা থাকবেই। ১০দিন লাভ হলে ২দিন লস মেনে নিতেই হবে।
তবে কথা একটাই, No Marketing, No sell