আমরা সবাই ক্যারিয়ারে ঠিক পথে হাঁটছি এমনটা ভাবলে ভুল করবেন। মাঝে মাঝে মনে হতে পারে চিন্তাভাবনা ছাড়াই একটা ক্যারিয়ার বেছে নিয়েছেন, যেটা আসলে আপনার জন্য সঠিক না। তবে বিশেষজ্ঞরা মনে করেন এই বিষয়গুলি ক্যারিয়ারে ভুল পথে হাঁটার লক্ষণ:
• ঘড়ি দেখে অনেকটা সময় কাটানো
• অতিরিক্ত ক্লান্ত ও অবসাদগ্রস্ত বোধ করা
• যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেখানে নতুন কোনো চাকরি পছন্দ না হওয়া
• কাজের বিভিন্ন বিষয় এড়িয়ে যাওয়া
• নিজের সর্বোচ্চটা দিচ্ছেন না জেনেও ভাল করার অনুপ্রেরণা না পাওয়া
• সহকর্মীদের সাথে মিল খুঁজে না পাওয়া
• পদোন্নতি কিংবা নতুন দক্ষতা শেখার ব্যাপারে কোনো আগ্রহ না থাকা
• ক্যারিয়ারের শুরুতে ফেরত যাওয়ার স্বপ্ন দেখা
• কোনো উদ্যম না থাকা