ক্যাশ অন ডেলিভারিতে পন্য দিলেও বাকি দিবেন না।
আপনি যখনই কাউকে বাকিতে পন্য বা সার্ভিস দিবেন,তখনই আপনার বিজনেসের ক্ষতিটা শুরু হবে।
মুলত কাউকে বাকি দেবার পর থেকেই দেখবেন,তার সকল সমস্যা শুরু হবে।যাকে বাকি দিবেন,সে ভুলে যাবে টাকা দিতে ইভেন আপনি যে তার কাছে টাকা পাবেন,সেটাও সে ভুলে যাবে।শুরু হবে অজুহাত।
কাউকে বাকি দিলে মুলত আপনার যেসকল লসগুলি হবে-
১. টাকার ক্ষতি
২. সম্পর্কের ক্ষতি
৩. ব্যবসার ক্ষতি
বাকিতে পন্য না দিয়ে সেটা নিজের কাছে রাখুন।মানসিক শান্তি পাবেন।আর আপনার এই মেন্টাল স্ট্রেস টাই তো সবচেয়ে বড়।