বিজনেস টিপস – ০৫

৪র্থ পর্বে করা প্রশ্নগুলির উত্তর কি আপনি তৈরি করেছেন? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে,তাহলে এই লেখাটি আপনার কাজে আসবে,নইলে আসবেনা।
মাইন্ডসেট, মার্কেট রিসার্স, টার্গেটেড কাস্টোমার, গোল সেট করা, স্বপ্ন দেখা, এগুলি আপনার ব্যবসায়িক লাইফে খুব প্রয়োজন কিন্তু এগুলিই সব না।এগুলির সমন্বয় করে আপনাকে আবার ফোকাসড হতে হবে-
✅ Product Knowledge
✅ Product Quality
✅ Customer Handeling
✅ Customer Satisfaction
✅ Deliver Products
✅ Total Case Study
একটা ব্যাবসা রান করাতে গেলে টাকায় সব না,টাকার বাইরেও অনেক কিছু লাগে।সেটা হলো- জ্ঞান, সময়, শ্রম, ডেডিকেশন, অধ্যাবসায়, শৃঙ্খলা, লেগে থাকার মানসিকতা, ধৈর্য্য, ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানোর মানসিকতা ইত্যাদি।
এগুলি সব একত্রিকরন করার পরে আপনার জন্য ম্যলত ব্যাবসায়ীক টিপস বলেন আর মোটিভেশান বলেন সেগুলি কাজে লাগতে শুরু করবে,অন্যথায় সবকিছুই বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *