
অন্যকে নিয়ে গসিপ করা এড়িয়ে চলেন।

নিজের স্বপ্ন অন্যকে বলাটা এড়িয়ে চলেন।

যেকোন বিষয় নিয়ে কম্পলেইন করেন না,অজুহাত দেন না,বরং যেকোন সমস্যা সমাধানের চেষ্টা করেন।

ঘটে যাওয়া রিউমার নিয়ে আলোচনা করেন না।

হিপোক্রেসি (ভন্ডামি) করে বেড়ান না।

Procrastination (গড়িমিসি) করে দিন পার করেন না।

শুধু নিজেকে নিয়েই ব্যাস্ত থাকেন না, সবদিকে নজর রেখে চলেন।

যেকোন সিচুয়েশনেই নিজেকে মানিয়ে নিয়ে চলেন।