স্বপ্নটাকে বড় করে দেখুন।আমরা আসলে বড় স্বপ্ন দেখতেই কেমন যেন ভয় পাই।ছোট থেকেই শুধু জানি,ভালো করে লেখাপড়া করতে পারলে একটা ভালো চাকুরী হবে আর সেটাই বেস্ট লাইফ।
চাকুরী করবো এবং লাইফ সেট হয়ে যাবার বাইরেও অনেক কিছু আসলে থাকে জীবনের কিন্তু সেদিকে আমাদের লক্ষ্যটাও থাকেনা।কারন আমরা স্কিপ করে যায়।
এইজন্য The Millionaire Fastlane বইটি পড়তে পারেন, সেখানে আমাদের ভুল ধারনাটা বের হয়ে আসবে।
” বেশীরভাগ মানুষ,জীবনে বড় কিছু করতে না পারার কারন এটা না যে-তারা তাদের লক্ষ্যের কাছে পৌছাতে পারেনি।
বেশিরভাগ মানুষের জীবনে বড় কিছু করতে না পারার কারন হলো- তারা তাদের লক্ষ্যে ঠিকই পৌছাতে পারে,কিন্তু যে লক্ষ্যটা সেট করেছিলো,সেটা অনেক ছোট ছিলো।”