প্রোডাক্টের মার্কেটিং এ আত্নবিশ্বাসী হতে হয়
মার্কেটিং এ সফল হওয়ার উপায় এর মধ্যে একটি হলো, নিজেকে আত্নবিশ্বাসী হতে হবে। নিজের প্রতি ও নিজের কাজের প্রতি আত্নবিশ্বাস থাকতে হবে। যখন কারো সামনে কথা বলা হবে তখন পুরো আত্নবিশ্বাসের সাথে কথা বলতে হবে।
নিজের বসের সামনে বা কোন প্রেস মিটিং এ বা কোন ধরনের সেমিনার বা গ্রাহকের সামনে , যার সাথেই কথা বলা হোক না কেন এমন ভাবে বুঝাতে হবে যে আপনার পণ্যটিই সেরা।
কথায় আত্নবিশ্বাস প্রকাশ পেলেই সামনের মানুষটির উপর তা প্রভাব ফেলবে এবং সে বুঝতে চাইবে যে আপনার পণ্যটিই সেরা এবং সে সেটি ক্রয় করতে আগ্রহী হবে।