বিষয়টা যখন মেন্টাল স্ট্রেস আর মাইন্ড গেমের
একজন উদ্যোক্তা আর একজন চাকুরীজীবির মধ্যে মুল পার্থক্যটা হলো- মেন্টাল স্ট্রেসে।
একজন চাকুরীজীবির মাথায় কাজের অনেক প্রেসার থাকলেও তার মেন্টাল স্ট্রেস কম থাকে,কারন সে জানে যে- মাস শেষ হলেই তার একটা নিদৃষ্ট স্যালারী আছে।সেটা সে পাবেই।
অপরদিকে একজন উদ্যোক্তার নিকট কখনোই এই টাকার ব্যাপারটা নিয়ে কোন নিশ্চয়তা থাকেনা।উদ্যোক্তার মাথায় সব সময়- নতুন আইডিয়া জেনারেট করা,সেলস বৃদ্ধি করা,কাজ শেষ করা এবং সেখান থেকে বের হয়ে এসে আবার টাকার জোগাড় করা।
এই ব্যাপারগুলি সব সময় তার মধ্যে কাজ করে।তাই একজন উদ্যোক্তার মেন্টাল স্ট্রেস অনেক বেশি নেয়া লাগে।