বিজনেস ছোট হোক বা বড় হোক,স্বপ্নটা অনেক বড় থাকে।যেকোন পর্যায়ের বিজনেসের জন্যই, ওয়েবসাইট টা গুছিয়ে নেওয়া উচিত,হোক সেটা ছোট পরিসরে কিংবা বড় পরিসরে।
আমরা ব্যবসার শুরু থেকেই সেল নিয়ে চিন্তিত কিন্ত এটা ভাবিনা যে,সেল আনতে গেলে মার্কেটিং আর ব্রান্ডিং টা ভালোভাবে তৈরি করতে হয়।
মার্কেটিং বলতে আমরা কেবল সেল করার উদ্দেশ্যে বিজ্ঞাপন দেয়াকেই বুঝি।অন্যথায় ব্রান্ডিং বলতে আমরা বুঝি- নিজের নামে একটা কিছু করাকে।
আসলে এই দুইটা কনসেপ্ট পুরোপুরি সঠিক না।আপনাকে অবশ্যই এই দুইটা বিষয়ে জানতে হবে বিস্তরভাবে।