নিজের জন্য কিংবা সন্তানের জন্য এই সিধান্ত নিতেই পারেন

সাম্প্রতি গুগুল, আমাজন এবং মাইক্রোসফট্ কোম্পানীকে রিজিওনাল হেডকোয়ার্টার খোলার জন্য সৌদি সরকার লাইসেন্স দিয়েছে।[১ম কমেন্ট] এতে আপনার কি? জী বলছি, মন দিয়ে শুনুন।
কিছুদিন পরই হাজার হাজার, আবারও বলছি হাজার হাজার আইটি এক্সপার্টদের প্রয়োজন পড়বে সৌদিতে। সেই পদগুলোর সিংহভাগ পূরণ করবে ভারতীয়রা। হ্যা বাংলাদেশীরাও যাবে সেখানে, তবে ক্লিনার, গার্ড হিসেবে। ওহ! আপনার ইজ্জতে ধরল বুঝি! যদি আদৌ ইজ্জতে লেগে থাকে তবে দুটি কাজ করুন, বেশী না, জাস্ট দুটি কাজ করুন আপাতত—
১। এখন, মানে এই এখনই একটি LinkedIn আইডি খুলুন।
২। Python এবং Java শিখা শুরু করুন। (ইউটিউব থেকে ২০/৩০ পর্বের টিউটোরিয়াল দেখেই শিখা শুরু করতে পারেন)।
যারা কথা শুনবে তারাই সে সকল অফিস গুলোর চেয়ারে এঞ্জিনিয়ার হিসেবে বসবে। আর যারা সময়কে মূল্য দিবেনা; ক্যারাম, লুডু, পাবজি ইত্যাদি খেলে সময় নষ্ট করবে তারাই দুদিন পর সেই বিল্ডিং গুলোর চৌকিদার হবে, নাইট গার্ড হবে, মেসিয়ার হবে, ক্লিনার হবে….!
এবার সিদ্ধান্ত আপনার হাতে। কি হতে চান ভাবুন আর সেভাবেই নিজেকে প্রস্তুত করুন। হয় ইঞ্জিনিয়ার নাহয় টি-বয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *