অনেকেই ইদানিং বিভিন্ন ওয়ার্কশ্প কিংবা ভিডিওতে বলছেন যে, সেল করতে গেলে ওয়েবসাইট লাগবে।তাদের কাছে আমার প্রশ্ন হলো-
ভাই ওয়েবসাইট করলেই কি সেল বাড়বে?
ল্যান্ডিং পেজ করলেই কি সেল বাড়বে?
ওয়েবসাইট থাকলেই বা ল্যান্ডিং পেজ থাকলেই সেল হবেনারে ভাই,আগে সঠিক ত্য জানুন এবং বুঝুন।
বিষয় টা যদি এমন না হয়, তাহলে কেমন?
ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ সাইট আপনাকে যে সুবিধা দিবে-
এর বাইরে একান্তই কিছু ফিচার থাকে বা রাখা যায় সেটা মুলত-” যত গুড় তত মিষ্টি টাইপের”।
তবে এখানে ব্যাপার টা এমন না যে, আপনি আজকে ওয়েবসাইট তৈরী করে কালকে এড রান করলেই সেল আসবে। সেল এর জন্য আপনার সেই প্রয়োজনীয় ডাটা , ভিডিও, ইমেজ, কন্টেন্ট লাগবেই।
এখন আসি, এই ওয়েবসাইট কেন করতে হবে কেন ফেসবুক পেজ ই যথেষ্ঠ-
কারণ ওয়েবসাইট এ আপনার কাষ্টমার এর এক্টিভিটি ট্র্যাক করা যায়। তার বিহেভিয়ার বোঝা যায় যেটা ফেসবুক পেইজ এ বুঝা যায় না।
এড কস্ট কমাতে হলে আগে আপনার পিক্সেল এ যথেষ্ট পরিমান ডাটা ষ্টোর করতে হবে এরপর এই ডাটা এনালাইসিস করে পরবর্তী এড এ ভালো রেজাল্ট কিংবা ভালো সেল পেতে পারেন।
ম্যাসেজ ক্যাম্পেইন এ ডলার খরচ করে সেল না আসলে যতটা সহজে মেনে নেয় ওয়েবসাইট আবার এই ক্ষেত্রে অতটা সহজে মেনে নিবেনা এবং ওয়েবসাইটে আপনি আজকে ১ ডলার খরচ করলেও সেটা কখনো না কখনো রিটার্ন করতে পারবেন, কিন্তু ফেসবুক এ ম্যাসেজ ক্যাম্পেইন এ সেটা কখনোই পাবেন না।
এই হিডেন বিউটি আর সত্য কেউ না বলেই মার্কেটিং চালাবে আর আপনি-আমি তাদের কাছ থেকে ওয়েবসাইট বানাবো, উপকার পাবে তারা, ইনকাম ও করবে তারা।
আর আপনি নিঃস্ব হলে, সে তখন সঠিক নিয়ম টাই বলবে যেন আপনি তার ভুল না ধরতে পারন।
তাই সাধুকে সাবধান না করে, নিজে জেনে নিন।