Content – আপনার বিজনেসের মৌলিক পরিচয়, আপনি যত হাই কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করবেন আপনার বিজনেস গ্রোথ তত বেশি পরিমানে বাড়তে থাকবে।
কনটেন্ট থেকেই সেলস আসে আর কোন কিছু থেকে আসে না, প্রোডাক্ট অনেকেরই আছে কিন্তু সঠিক ও শক্তিশালী কনটেন্ট কতজনের আছে?
আপনার নাকের ডগায় যারা বড় বড় সেলসের শো অফ করছে তাদেরও একই স্ট্রাটেজি ওই কোয়ালিটি কনটেন্ট।
কনটেন্ট মার্কেটিং ছাড়া অফলাইন/অনলাইন কোন লাইনেই আপনি টিকতে পারবেন না,এটা এক প্রকার নিশ্চিত তথ্য।
Content > consistency > conversion.