আপনি যতই ভালো কাজ করুন না কেন,কিছু মানুষ আপনাকে নিয়ে দুর্নাম করবে।এতে বিচলিত হবেন না,খোঁজ করে দেখবেন- সেও একসময় আপনার ফ্যান ছিলো বলে গলা ফাটাতো,আপনার জন্য ডাই হার্ট অবস্থা।
কিন্তু দিনের শেষে দেখেছে,আপনাকে দিয়ে তার স্বার্থ হাসিল হবেনা এজন্য কেটে পড়ে আবার অন্য পীর ধরে মুরিদ সাজবে।
এদেরকে নিয়ে মোটেও ভাববেন না,স্বার্থ হাসিল না হলে তারা সবার সাথেই এমন করবে।
Just keep focusing on your work.