যাদের প্রোডাক্ট ফিক্সড অর্থাৎ ঈদের জন্য ডিজাইন করেছেন,সেসকল পন্যগুলির নিয়মিত মানে একেবারে রেগুলার মার্কেটিং করুন।
একটা বা দুইটা সাইকেল বিজ্ঞাপন দিয়ে হাল ছেড়ে দিবেন না।সেলিং টা একবারে হয়না।এটা আপনি ঠিক যেই প্রসেসে অনলাইনে কেনাকাটা করেন,ঐভাবেই ৯০%+ মানুষ কেনাকাটা করে।