অনলাইন বিজনেস করতে গেলে যেগুলি লাগে

✅ প্রবল ইচ্ছাশক্তি থাকা।
✅ আইডিয়া জেনারেট করা।
✅ নিশ সিলেক্ট করা।
✅ প্রোডাক্ট সোর্সিং করা।
✅ প্রোডাক্ট সাপ্লাই চেইন ঠিক করা।
✅ একটা ফেসবুক আইডি চালানোর বেসিক জ্ঞান থাকা।
✅ ফেসবুক পেজ প্রোফেশনালভাবে সেটাপ করা।
✅ অর্গানিক রিচ কিভাবে ঠিক রাখা যাই সেই জ্ঞান রাখা।
✅ কাস্টোমার হ্যান্ডেলিং করা।
✅ আফটার সেল সার্ভিস ঠিক রাখা।
✅ ব্রান্ডিং তৈরি করা।
✅ পার্সোনাল ব্রান্ডিং করা।
✅ মার্কেটিং সম্পর্কে জ্ঞান রাখা।
✅ কাস্টোমার ডাটাবেজের সঠিক ব্যবহার।
✅ ফেসবুক এডস এর বিস্তারিত।
✅ ফেসবুক কমিউনিটি গাইডলাইন নিয়ে জানা।
✅ প্রোডাক্ট ডেলিভারি করা।
✅ ডেলিভারি চেইন মেইনটেইন করা।
✅ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি স্কিল অর্জন করা।
✅ কমিউনিকেশন স্কিল গ্রো করা।
✅ গ্রাফিক্স ডিজাইন স্কিল থাকা।
✅ ভিডিও এডিটিং স্কিল থাকা।
এমন অনেক ব্যাপার আছে যা আপনার উদ্যোগের প্রফেশনালিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মাস্ট নিড।অনেক উদ্যোক্তাদের প্ল্যানিং হলো- আমি সব শিখবো।এই সব শেখার চক্করে তারা ভুলে গেছে মুল ব্যাপারটাই।
এদেশের ৯০% এর বেশি উদ্যোক্তা আসলে বিজনেস কনসেপ্টটাই বোঝেনা।সেল নাই বলতে চরম লেভেলের হতাশাগ্রস্ত থাকেন তারা।
এই অবস্থায় কি করনীয়?
একজন ফাউন্ডার ও সি ই ও হিসাবে আপনার কাজ হলো- এসব জ্ঞান রাখা এবং একটা সঠিক টিমকে গাইড করার এবিলিটি তৈরি করা।
বিভিন্ন গ্রুপ আর ট্রেনিং করে আপনাদের ভয়কে আরো বড় করা হয়েছে যেন আপনারা সব সময় তাদের আর্নিংয়ের কারন হয়ে থাকেন।
যত বেশি ভয় আর অজ্ঞতা,তত বেশি ইনকাম।এরপরে একটা সময়ে সব হারিয়ে দিশেহারা আর পরিবার,সমাজ সবখানে পরাজিত হবার গ্লানি নিয়ে চলতে থাকা।
Create your own kingdom & be the king / queen of your own kingdom.

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *