নিজের ইফিসিয়েন্সি (কর্মদক্ষতা) বাড়াতে যা করা যেতে পারে

💢 নিজের ইফিসিয়েন্সি (কর্মদক্ষতা) বাড়াতে যা করা যেতে পারে 👉
✍️ সেটিই করুন,যেটাতে আপনি নিজে নিজের অস্তিত্ব খুঁজে পান।নিজের ভালোলাগার কাজগুলি করতে পারলে কখনো হতাশা আসবেনা।
✍️ যেগুলি অপ্রয়োজনীয় সেগুলিকে বাদ দিতে শিখতে হবে আর শুধু প্রয়োজনীয় কাজগুলিকে লিস্ট করে করতে শুরু করতে হবে তাহলে টাইম ম্যানেজমেন্ট টা সঠিকভাবে করতে পারবেন।
✍️ প্রয়োজনে “না” বলতে শিখুন।এটা খুব কাজে দিবে।আমরা না বলতে পারিনা বলেই দিনের অনেক সময় নষ্ট করে ফেলি।
✍️ সবকিছু একা করতে চাওয়াটা খুব বড় ধরনের বোকামি।নিজের সামর্থ্যকে যাচাই করে সেভাবেই কাজ করা উচিত।
✍️ একবার একটা সিধান্ত নিয়ে ফেললে সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করুন।বারবার সিধান্ত পরিবর্তন করতে থাকলে মানুষ আপনার উপর থেকে কনফিডেন্স হারাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *