নিজের ইফিসিয়েন্সি (কর্মদক্ষতা) বাড়াতে যা করা যেতে পারে
সেটিই করুন,যেটাতে আপনি নিজে নিজের অস্তিত্ব খুঁজে পান।নিজের ভালোলাগার কাজগুলি করতে পারলে কখনো হতাশা আসবেনা।
যেগুলি অপ্রয়োজনীয় সেগুলিকে বাদ দিতে শিখতে হবে আর শুধু প্রয়োজনীয় কাজগুলিকে লিস্ট করে করতে শুরু করতে হবে তাহলে টাইম ম্যানেজমেন্ট টা সঠিকভাবে করতে পারবেন।
প্রয়োজনে “না” বলতে শিখুন।এটা খুব কাজে দিবে।আমরা না বলতে পারিনা বলেই দিনের অনেক সময় নষ্ট করে ফেলি।
সবকিছু একা করতে চাওয়াটা খুব বড় ধরনের বোকামি।নিজের সামর্থ্যকে যাচাই করে সেভাবেই কাজ করা উচিত।
একবার একটা সিধান্ত নিয়ে ফেললে সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করুন।বারবার সিধান্ত পরিবর্তন করতে থাকলে মানুষ আপনার উপর থেকে কনফিডেন্স হারাবে।