৪র্থ শিল্প বিপ্লবের সময়ে কি কি ফেইস করতে হবে

৪র্থ শিল্প বিপ্লবের সময়ে কি কি ফেইস করতে হবে আমাদের,এটা বাংলাদেশের অনেকেই জানেনা।
সাধারণ মানুষের না জানাতে কোন সমস্যা আমিও দেখিনা, বরং তাদের না জানার যথেষ্ঠই কারন আছে।কিন্তু একটা দেশের কর্তাব্যক্তিরাই যদি এই শিল্প বিপ্লবের মুল ব্যাপারগুলি না জানে তাহলে তো আসলেই সমস্যাটা প্রকট।
সারা পৃথিবীর সকল উন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলি যেখানে এই শিল্প বিপ্লবের মুখোমুখি হবার জন্য নিজেদেরকে সেইভাবে গড়ে তুলছে,আমরা সেখানে আশ্চর্যজনকভাবে ব্যাতিক্রম থেকে গেলাম।
এইদেশে, এখনো কে কয়টা A+ পেলো,সেটার উপরে ডিপেন্ড করে তার ছাত্র জীবন তো বটেই বরং পুরো ক্যারিয়ার। অথচ যে সিংগাপুরকে নিয়ে আমাদের এত কথা,তারা কিন্তু এই গতানুগতিক শিক্ষাকে অনেক আগেই বুড়ো আংগুল দেখিয়েছে এবং সেখানে বরং চালু হয়েছে CBT- Competency Based Training.
তাদের মুল লক্ষ্য হলো- স্কিলড বা দক্ষ জনশক্তি তৈরি করা।আর আমাদের মুল লক্ষ্য হলো- সরকারি চাকুরী পেয়ে নিজেদেরকে দুর্নীতির শীর্ষে তোলা।একজন মানুষ যদি স্কিলড হয়ে থাকে,তাহলে তার সুফল পাবে- ঐ ব্যাক্তি নিজে,তার পরিবার,সমাজ ও দেশ।
আপনার বাচ্চাকে A+ এর দিকে ধাবিত না করে স্কিলড করুন।একটু চোখ দিয় তাকালেই বুঝবেন- সৎ থেকে একমাত্র স্কিলড মানুষগুলিই স্বাভাবিক জীবনযাপন করতে পারছে এই দেশে।
এদেশে এখনো আমরা দেখতে পাচ্ছি- অনার্স-মাষ্টার্স পাশ করা মানুষগুলির একটা চাকুরীর জন্য হাহাকার।অথচ একজন দর্জি, একজন মোটরবাইক মেকানিক, একজন মোবাইল মেকানিক, একজন ইলেক্ট্রিসিটি মেকানিক, তাদের কাউকেই আপনি চাকুরীর জন্য হাহাকার করতে দেখবেন না।
একজন শেফ, তাকেও কিন্তু চাকুরী নিয়ে মাথা ঘামাতে হয়না।স্কিল যদি আপনার থাকেই তাহলে প্রতিষ্ঠান আপনাকে খুঁজে নিবে।
একটা কথা মনে রাখবেন- কোন প্রতিষ্ঠান, আপনার সি জি পি এ দেখেই জব দিয়ে দিবেনা। তারা আপনাকে দিয়ে কাজ করিয়ে, আপনাকে দিয়ে ইনকাম করিয়ে, তবেই আপনাকে তারা বেতন দিবে।
সি জি পি এ নির্ভর লেখাপড়ার দিন আসলে অনেক আগেই শেষ কিন্তু এইদেশে এখনো চলে সেই সি জি পি এ বেইজ লেখাপড়া।আর সেই কম্পিটিশনে সবার আগে নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে দ্বায়ি আমাদের দেশের বাবা-মায়েরা।
আমি গত ১২ বছর ধরে,আমার ছাত্র-ছাত্রীদের স্কিলের দিকে মনযোগী হতে বলেছি।যারা এইটা করেছে,তারা লাইফে সবাই সফল।কেউ বেকার নেই,বরং তারা এখন আমার যেকোন কলিগের চেয়ে স্বাচ্ছন্দ্য লাইফ লিড করে এবং সেটা সম্মানের সহিত।
নিজেকে এবং নিজের সন্তানকে স্কিলড হবার জন্য মননিবেশ করতে বলুন।আদতে লাভ টা আপনাদের নিজের।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *