নিজেকে বদলে ফেলার অভ্যাস

নিজেকে বদলে ফেলতে আগামী ২১ দিন এই কাজগুলি করুন।এই হ্যাবিটগুলি আয়ত্ত করতে পারলে নিজের মধ্যে চেঞ্জ টা বুঝবেন।
✍️ ফেসবুকে অপ্রয়োজনীয় রিলস ও ভিডিও দেখা বাদ দিন।
✍️ ফজরের নামাজ পড়ে দিনের শুরুটা করুন।
✍️ প্রতিদিন ১০ পৃষ্টা বই পড়ুন।
✍️ প্রতিদিন ১০ মিনিট মেডিটেশন করুন।
✍️ ৩০ মিনিট শরীরচর্চা করুন।
✍️ এমন সার্কেলের সাথে চলুন,যারা পজিটিভ চিন্তা করে।
✍️ প্রতিদিন নতুন কিছু শিখুন নিজেকে ডেভলপ করার জন্য।
✍️ সকাল ৯ টার আগেই ব্যাক্তিগত এই কাজগুলি সেরে ফেলুন।
✍️ ঘুমাতে যাবার মিনিমাম ১ ঘন্টা আগে থেকে ডিজিটাল ডিভাইস দূরে রাখুন।
✍️ একটি প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে থাকুন।
✍️ জীবনে রিক্স এনালাইসিস করে রিক্স নিতে শিখুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *