নিজেকে বদলে ফেলতে আগামী ২১ দিন এই কাজগুলি করুন।এই হ্যাবিটগুলি আয়ত্ত করতে পারলে নিজের মধ্যে চেঞ্জ টা বুঝবেন। ফেসবুকে অপ্রয়োজনীয় রিলস ও ভিডিও দেখা বাদ দিন। ফজরের নামাজ পড়ে দিনের শুরুটা করুন। প্রতিদিন ১০ পৃষ্টা বই পড়ুন। প্রতিদিন ১০ মিনিট মেডিটেশন করুন। ৩০ মিনিট শরীরচর্চা করুন। এমন সার্কেলের সাথে চলুন,যারা পজিটিভ চিন্তা করে। প্রতিদিন নতুন কিছু শিখুন নিজেকে ডেভলপ করার জন্য। সকাল ৯ টার আগেই ব্যাক্তিগত এই কাজগুলি সেরে ফেলুন। ঘুমাতে যাবার মিনিমাম ১ ঘন্টা আগে থেকে ডিজিটাল ডিভাইস দূরে রাখুন। একটি প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে থাকুন। জীবনে রিক্স এনালাইসিস করে রিক্স নিতে শিখুন। Newsletter Updates Enter your email address below and subscribe to our newsletter Subscribe I accept the Privacy Policy