বিজনেস করার জন্য শুধু মোটিভেশানই যথেষ্ট নয়।
আমাদের মধ্যে অনেকেই আছেন,যারা বিজনেস করতে আসেন মোটিভেশান পেয়ে।কাউকে দেখে কিংবা কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে।এই অনুপ্রাণিত হয়ে কিংবা মোটিভেশান পেয়ে বিজনেস করতে আসাটা দোষের নয়, কিন্তু আমাদের জানতে হবে যে শুধুমাত্র মোটিভেশান দিয়ে বিজনেস হয়না।
বিজনেস করতে গেলে জ্ঞান দরকার হয়,দক্ষতার দরকার হয়, টাকার দরকার হয় আর এইগুলা অর্জন করার জন্য একটা শক্ত মাইন্ডসেট দরকার হয়।আপনার মাঝে এই গুনগুলি আছে কিনা সেটা আগে নির্ধারণ করুন,তারপরে বিজনেস নিয়ে প্ল্যান করুন।