অল্প কথার মধ্যে কথা বলার অভ্যাস করা।বলার বা লেখার সময়ে লাইনগুলিকে আলাদাভাবে ডিফাইন করা।এই স্কিলগুলি আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে।
অল্প কথার মধ্য দিয়েই আপনি যদি আপনার মুল বক্তব্যটা তুলে ধরতে পারেন,তাহলে সেই কথার গ্রহনযোগ্যতা বাড়ে। যতটুকু প্রশ্ন করা হচ্ছে ততটুকুর মধ্যেই কর্পোরেট কালচারে কথা বলা শিখুন।