যেকোন বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে হলে মিনিমাম ১০০ ঘন্টা সময় দিন ঐ বিষয়ে।
১০০ ঘন্টা শুনে ভয় পেয়েছেন যারা,তারাই পিছিয়ে থাকেন জীবনে কারন তারা ক্যালকুলেটিভ লাইফ নিয়ে আসলেই কিছু জানেন না।
১০০ ঘন্টা মানে ৬০০০ মিনিট।আর আমাদের হাতে থাকে প্রতিদিনে ১৪৪০ মিনিট।এখন আপনি যদি একটা বিষয়ে এক বছর সময় নিয়ে দক্ষতা বৃদ্ধি করতে চান তাহলে আপনার হাতে আছে ৩৬৫ দিন।এই ৩৬৫ দিনের প্রতিটি দিন যদি আপনি ১৬ মিনিট ৪৩ সেকেন্ড করে সময় দেন তাহলেই ১০০ ঘন্টা হয়ে যায়।
তাই প্রতিদিন যদি একটা বিষয়ে ২০ মিনিট সময় দেন,তাহলে আপনি ঐ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন,আবার ৪০ মিনিট করে দিলে সেটা ৬ মাসে আবার ৮০ মিনিট করে দিলে সেটা ৩ মাসেও অর্জন করা সম্ভব।
মুল পয়েন্ট হলো- আপনি আসলেই কতটা চাইছেন নিজেকে স্কিলড করতে এবং আপনার ডেডিকেশন লেভেল টা আসলে কেমন।