এড়িয়ে চলুন এই ২৫ টি এপস

ফেসবুকের তথ্য চুরি করছে যে ২৫ অ্যাপ
গুগল প্লে স্টোর থেকে সম্প্রতি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য তৈরি ২৫টি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এভিনার পক্ষ থেকে এসব অ্যাপ ফেসবুক থেকে তথ্য চুরি করছিল বলে গুগলকে সতর্ক করা হয়।
ক্ষতিকর ২৫ অ্যাপ হলো –
1. সুপার ওয়ালপেপার্স ফ্লাশলাইট
2. ওয়ালপেপার লেভেল
3. কনট্যুর লেভেল ওয়ালপেপার
4. আইপ্লেয়ার অ্যান্ড আইওয়ালপেপার
5. ভিডিও মেকার
6. কালার ওয়ালপেপার্স
7. পেডোমিটার
8. পাওয়ারফুল ফ্ল্যাশলাইট
9. সুপার ব্রাইট ফ্ল্যাশলাইট
10. সলিটায়ার গেম
11. অ্যাকুরেট স্ক্যানিং অব কিউআর কোড
12. ক্ল্যাসিক কার্ড গেম
13. জাঙ্ক ফাইল ক্লিনিং
14. সিনথেটিক জেড
15. ফাইল ম্যানেজার
16. কম্পোজিট জেড
17. স্ক্রিনশট ক্যাপচার
18. ডেইল হরোস্কোপ ওয়ালপেপার্স
19. উক্সিয়া রিডার
20. প্লাস ওয়েদার
21. এনিমি লাইভ ওয়ালপেপার
22. আইহেলথ স্টেপ কাউন্টার ও কম ডট টাইপ ডট ফিকশন অ্যাপ
23.প্যাডেনাফটার
এর আগে তথ্য চুরি করতে সক্ষম—এমন ৩৬টি ক্যামেরা অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয় গুগল। বিশেষজ্ঞরা এসব ক্যামেরা অ্যাপও মোবাইলে থাকলে দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *