আমরা অনেকেই আছি যারা অনেক ভাবি কিন্তু Self improvement নিয়ে কোন কাজ করিনা,আবার অনেকেই আছি যারা এই উন্নতিটা চাই কিন্তু সেভাবে হয়ে ওঠেনা।
এক এক সময়ে এক একটা ডেস্ট্রাকশন আর অলসতা আমাদেরকে গ্রাস করে ধরে রাখে।আজকে আমি এমন কিছু জাপানিজ টেকনিক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেগুলি আপনাদের এই অলসতা দূর করতে সাহায্য করবে এবং আপনি নিজেকে সম্পূর্ণ নতুন ভাবে আবিষ্কার করবেন।
প্রথম পোস্টে চাহিদা অনেক থাকবে,এরপরে বিস্তারিত জানালে আর সব নাই হয়ে যাবে।