আমরা অনেকেই আছি যারা শুরু করার আগেই তার আউটকাম কি হবে সেটা নিয়ে ভাবতে ব্যাস্ত থাকি।আর এই কারনেই আমরা বর্তমানে ফোকাস হারিয়ে ফেলি এবং বর্তমান টা উপভোগ করতে পারিনা।
ধরুন,আপনাকে একটা ৩০ ফুট লম্বা আর ৩ ফুট চওড়া পাটাতনের উপর দিয়ে হাঁটতে বলা হলো।আমরা সেই একই পাটাতনের উপর দিয়ে কেউ সোজা হাঁটবো আবার কেউ মডেলিং করে আবার কেউবা হাঁটবে র্যাম্প করে।
এখন ঐ একই পাটাতন টাকে আমরা যদি দুইটা বিল্ডিং এর মাঝে রেখে যদি হাঁটতে বলা হয়,তাহলে আবার ম্যাক্সিমাম মানুষই হাঁটতে চাইবেনা।
কারন কি বলেন তো?
আমাদেরকে যদি একটুখানি কমফোর্ট জোনের বাইরে যেয়ে কাজ করতে বলা হয়,তাহলে আমরা সবার আগে দেখি আউটকাম।যারা ঐ পাটাতনের উপরে হাঁটতে চান নাই তারা কেউই ভাবেন নি যে,হেঁটে পার হতে পারবো।সবাই ভেবেছেন যে পড়ে গেলেই শেষ।
আমাদের জীবনের স্বপ্ন আর লক্ষ্যকে ছোঁয়ার ব্যাপারেও এই কথাটা প্রযোজ্য।আমরা শুধুই ভাবি যে,এটা করবো সেটা করবো কিন্তু যখনই দেখি যে,এটা আমার কমফোর্ট জোনের বাইরে তখনই আমরা আউটপুট ভেবে হারিয়ে যায়।
এমন হবার আরও বড় একটা কারন কি জানেন?
আমরা আমাদের ভিতরে থাকা প্রতিভা,নিজস্ব ক্ষমতা ও নিজের স্কিল সম্পর্কে ধারনা রাখিনা।অর্থাৎ আমরা নিজেরা নিজেদেরকেই চিনিনা ঠিকঠাক।