সব সময় মিষ্টভাষী হয়ে কথা বলতে হয়।কর্কশভাবে কথা বলা মানুষকে পছন্দ করার কোন কারন নেই।যুক্তিসঙ্গত কথা বলা ও যৌক্তিক কথা বলার প্রয়োজন। যতটুকু দরকার ঠিক ততটুকুই বলা উচিত জায়গা বুঝে।
আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করতে শিখতে হবে এবং সেইভাবে কথাকে উপস্থাপন করতে হবে।
প্রফেশনাল লাইফে নিজেকে স্ট্রেইট ফরোয়ার্ড ভাবে প্রেজেন্ট করা উচিত যেন কোন বিষয় নিয়ে সংশয় না থাকে।আর পার্সোনাল লাইফে সকল কিছুই বুঝিয়ে করার ট্রাই করতে হবে।