Self Improvement – বিস্তারিত পর্ব ০১
বিষয়- ইকিগাই ০১
কথা দিয়েছিলাম যে আমি সেলফ ইম্প্রুভমেন্ট নিয়ে লিখবো।আজ থেকে সেটা লিখতে বসে গেলাম।আপনারা পড়তে চেষ্টা করতে পারেন এবং একইসাথে নিজের জীবনে কাজে লাগাতে পারেন।
ইকিগাই: সুখী জীবনের জাপানি রহস্য
জাপানি শব্দ ‘ইকিগাই’ (Ikigai) সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে, শব্দটির ব্যবহারও বেড়েছে বিশ্বজুড়ে। এই শব্দটি দিয়ে এক ধরনের আবেগ বোঝানো হয়, যেখানে জীবন ও আনন্দকে মূল্য দেয়ার প্রতি গুরুত্ব দেয়া হয়। এই শব্দটির মতই আরও অনেক জাপানি শব্দ, যেমন ‘মোত্তাইনাই’ (Mottainai) ও ‘কাওয়াই’ (Kawaii), জনপ্রিয়তা পেয়েছে।
ইকিগাইয়ের জনপ্রিয়তা তুলনামূলক নতুন। ইকিগাই একটি বিস্তৃত ধারণা, জীবনকে অর্থবহ ও আনন্দপূর্ণ করে এমন যেকোনো কিছু, যেমন বন্ধু কিংবা সন্তান অথবা পছন্দের ও শখের কাজ ইত্যাদিকে বোঝায়।
ইকিগাইয়ের অর্থ দাঁড়ায় ‘সবসময় ব্যস্ত থাকার আনন্দ’। একজন মানুষের জীবনের সত্যিকারের অর্থ খুঁজে নিতে সাহায্য করে এই শব্দটি। নিজের ইকিগাই খুঁজে পেলে জীবন বেশি অর্থপূর্ণ হয় বলে মনে করা হয়।
ইকিগাই এক ধরনের জীবনধারা যেখানে আধ্যাত্মিকতার সাথে বাস্তবতার ভারসাম্য তৈরি করা হয়। যেখানে আপনার আগ্রহ ও মেধার সাথে পৃথিবীর চাহিদার সমন্বয় ঘটে, সেখানেই এই ভারসাম্য পাওয়া সম্ভব।