ইন্টারনেট চালিয়ে, সারাদিন ডিজিটাল ডিভাইসগুলিক কাজি লাগিয়ে কেউ সংসার চালাচ্ছে,নিজেকে সফল করছে,সমাজে ভুমিকা রাখছে, আবার কেউ হয়তো শুধু বিনোদনের খোরাক হিসাবেই কাটাচ্ছে।
আসলে সবটাই নিজের উপরে ডিপেন্ড করে,আপনি কিভাবে আপনার সময়কে কাজে লাগাবেন সেটা একান্তই আপনার ব্যাপার।
আসলে বসে নেই কেউ- কেউ সমালোচনা করতে ব্যাস্ত, আর কেউ কাজের জায়গায় নিজেকে সফল করে,তাদের থেকে বহুদুরে এগিয়ে যাচ্ছে।