যেকোন ক্যারিয়ারে সফল হতে গেলে তিনটি কাজ করা খুব জরুরী।সেটা যে কারো লাইফের জন্য ও জরুরী।দেখে নিই সেই তিনটি কাজ কি-
নিজের সারাউন্ডিংস ঠিক করুন- একটা কথা আছে যে “সঙ্গ দোষে লোহা ভাসে”, অর্থাৎ নিজের সারাউন্ডিংস টা এমনভাবে সাজানো উচিত যেন কোন প্রকার নেগেটিভিটি না থাকে।
আমি যেটা করি,সেটা হলো- আমি যা পছন্দ করিনা,আমার কাজ সম্পর্কে যারা নেগেটিভ মন্তব্য পোষণ করে আমি তাদের লিস্ট করে এড়িয়ে যায়।
যেমন ধরুন- এইযে,তাহসানের বিয়ে নিয়ে ইস্যু সৃষ্টি হলো।আমি এসব বাড়াবাড়ি করা পাবলিকদের পোস্ট ৩০ দিনের জন্য হাইড করে দিয়েছি যেন কাজের বাইরে আমার ওয়ালে এসব না থাকে।
একজন মেন্টর ঠিক করুন – যদি আপনি ব্যবসা করতে চান তাহলে একজন সফল ব্যবসায়ীকেই মেন্টর বানান।যদি বি সি এস ক্যাডার হতে চান,তাহলে একজন বি সি এস ক্যাডার কে আপনার মেন্টর বানান।
মেন্টর ছাড়া পথ চলে সফল হওয়া কঠিনই শুধু নয় বোকামি করার মতই।
বই পড়ার অভ্যাস করুন – জীবনে যারা সফল হয়েছে তাদের সবার জানার আগ্রহ আছে এবং সেই আগ্রহ থেকে সবাই বই পড়েন।বই একমাত্র জিনিস যা আপনার জ্ঞানকে শুধুই বৃদ্ধি করবে।
যাদের পড়ার অভ্যাস নেই,তাদের জন্য সফলতা নয়।