বিলগেটস তার বিজনেস আইডিয়ার প্রস্তাবনা দিয়েছিলেন মোট ১২০০ জন ব্যাক্তির কাছে। তাদের মধ্যে হ্যাঁ বলেছিলো ৩০০ জন। এই ৩০০ জনের মধ্যে, যোগাযোগ করেছিলো ৮৫ জন। কাজ করতে সম্মতি দিয়েছিলেন ৩৫ জন, কাজ শুরু করে আবার চলে গিয়েছিলেন ২৪ জন। ফাইনালি বিজনেস আইডিয়াটিতে কাজ করে মাত্র ১১ জন।
আমাদের চারিপাশে ১১৮৯ জন ব্যাক্তির সংখ্যাই বেশি। যারা প্রতিনিয়ত তামাশা করবে, সমালোচনা করবে, স্বার্থপরতা দেখাবে এবং আপনার কাজ থেকে সুবিধা গ্রহণ করবে!
সর্বোপরি, আপনি সফল হলে তখন বাহবা না দিয়ে নিজেই বাহবা নিতে চলে আসবে আর দিনশেষে ক্রেডিট নিয়ে নিতে চাইবে।
কাজ করার মত মানুষের সংখ্যা আসলেই কম।শুধু হাইপ তোলা লোকের সংখ্যা বেশি।