বিজনেস টিপস – ২৫০৫

আপনার যোগ্যতা থাকলে অবশ্যই সেটার বহিঃপ্রকাশ কোন না কোনদিন ঘটবেই।আপনার যোগ্যতার বিচারে আপনি আপনার সেই স্কিল ও যোগ্যতা সবার সামনে প্রেজেন্ট করার সুযোগ ও পাবেন।
এটা অনেকেই মেনে নিতে পারবেনা।অনেকেই ভাববে এটা হয়তো আপনার প্রাপ্য না।যারা এমন ভাববে তাদেরকে নিয়ে আপনার ও ভাববার কিছু নেই।
কাজ করুন নিজের মত করে।জীবনটা নিজের তাই সেখানে অন্য কেউ কি বললো সেটা ভেবে কাজ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *