বিজনেস টিপস – ২৫৪২

বাংলাদেশের জি ডি পি এর একটা বড় অংশ হলেন আমাদের উদ্যোক্তারা কিন্তু সমস্যা হলো, যে পরিমাণ মানুষ আছেন এই সেক্টরে,সেই তুলনায় অংশটা কম।
কারন হিসাবে আপনি দেখবেন- ১৫ লাখ উদ্যোক্তা থাকলে হয়তো ১৫০০০ বা তারচেয়েও কম মানুষ ব্যাক্তিগতভাবে সফল,আবার ১৫০ জন মানুষ ও খুঁজে পাওয়া কঠিন,যারা অন্যদের কর্মসংস্থান করতে পেরেছেন।
এর কারন কি?
গাইডেন্সের অভাব,সঠিক গাইডলাইন না থাকা এবং কোন গাইডেন্স পেলে সেটাকে নিয়মিত ফলোআপে না রাখাটা একটা বড় সমস্যা।আপনি একটা লক্ষ্য নির্ধারণ করলেন কিন্তু সেটাকে আর উইকলি,ডেইলি কিংবা মান্থলি রিভিউ করলেন না,তাহলে কিভাবে সমস্যা সমাধান করে এগিয়ে যাবেন?
আমরা তো একবার একটা সিটিং এ মিটিং করার পরে,আর খোঁজ করিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *