সফল মানুষেরা সুযোগ খোঁজে আর ব্যার্থরা খোঁজে অজুহাত।
আপনি আপনার জীবনে সফল হবেন নাকি ব্যার্থ হবেন,সেটা এই একটা জিনিসই ডিফাইন করে দিতে সক্ষম।সুযোগ কিন্তু সবার জীবনেই আসে।কেউ সেটাকে কাজে লাগায়,আর কেউ সেটার বেলাতেও অজুহাত খুঁজে নিজেকে হারায়।
পৃথিবীর বুকে আল্লাহ পাক সবাইকে সুযোগ দেন।পরিশ্রমী ব্যাক্তিরা সেই সুযোগ চিনতে পারেন এবং লুফে নেন।আর কমফোর্ট জোনে থাকা মানুষগুলি এই সুযোগটাকেই চিনেনা।