কোন পোস্টে কয়টা লাইক-কমেন্ট এলো,এটা দেখে কাজ নেই।রিচ কত আর এংগেজমেন্ট ই বা কত এটা দেখেও লাভ নেই।
লাইক-কমেন্ট ছাড়া লিখবেন কেন?
লিখবেন ও পড়বেন নিজের জন্য।আজ লিখে রাখবেন।আর কাল অবশ্যই সেটার ফল পাবেন।কন্টেন্ট ভালো হলে মানুষ এমনিই পড়তে শুরু করবে।সবাইকে নিয়ে ভেবে তো আসলে লাভ নেই কোন।
আপনার-আমার কাজ হলো- নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া।এইজন্য সব সময় সৎ থাকুন আর লক্ষ্য অর্জনে কাজ করুন।