জীবনে ডিসিপ্লিনের বাইরে আসলে কিছুই নেই।ইনডিসিপ্লিন লাইফ আজ ভালো লাগলেও,আগামীকাল ভালো লাগবেনা। অন্যদিকে ডিসিপ্লিনের মধ্যে থাকলে অটোমেটিক মানসিক শান্তি পাবেন। শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতা আসলে ক্লাসের টপিকে আর রচনায় সীমাবদ্ধ রাখার মত কিছুনা।