বিজনেস টিপস – ২৫৪৮

🙆‍♂️ ইনফরমেশন জটিলতা
একটা সময় ছিলো,যখন আমরা প্রয়োজনীয় তথ্য পেতাম না।যেমন ধরেন,কেউ বললো- কলেজ বন্ধ।সেটা জানতে হলেও কলেজে যেতে হতো।
আর এখন তো,University of london এর সবকিছু আপনি ঘরে বসেই পেয়ে যাবেন।এতটাই বেশি তথ্য পাবেন যে,কোনটা আসলে সত্য সেটা বোঝার জন্য আবার অন্য কারো দারস্থ হতে হবে।
তথ্য-প্রযুক্তির এই অবাধ বিচরণের যুগে এসে আমাদেরজে বুঝতে হবে যে,আমরা চাইলেই যা খুশি তাই নিয়ে মত্ত হতে পারি কিন্তু আপনি কিসের পিছনে বেশি সময় কাটাচ্ছেন সেটার উপরেই আপনার ক্যারিয়ার ডিফাইন হয়ে যাবে।
না জানাটা অপরাধ নয়,না জানলে জানার চেষ্টা করবেন এটাউ স্বাভাবিক কিন্তু আপনি যদি একজন বা একটা স্পেসিফিক চ্যানেল বা সোর্স ফাইন্ড আউট না করেন, তাহলে আপনার মাথায় এমন ইনফরমেশন জটিলতা দেখা দিবে স্বাভাবিক।
আজকে অমুক মেন্টর আর কালকে তমুক,এখন একটা তথ্য পড়ার পরে আবার অন্যজনের কাছে যেয়ে আর একটা তথ্য।এভাবেই তো সব গোলমেলে হয়ে যায় আমাদের।
এইজন্য,একটা প্রপার জায়গা বেছে নিন এবং অন্য সবকিছুকে ঝেড়ে ফেলে দিন দেখবেন,শেখাটা অনেক সহজ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *