ওয়েবসাইট ছাড়া সেল হয় না বা সেল করা যায়না,এটা সম্পূর্নরুপে একটা মিথ্যা কথা, আপনি যেখানে আছেন এবং যেভাবে আছেন,সেখান থেকেই সেল বাড়ানোর জন্য প্ল্যান করুন এবং সেই লক্ষ্যে নিয়মিত কাজ করুন,নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করুন।
হ্যাঁ, এইটাও আপনাকে মানতে হবে যে, ওয়েবসাইট থাকলে বিজনেস আরো সহজ হবে,আপনি চাইলে কম জনবল দিয়েও বিজনেস পরিচালনা করতে পারবেন কিন্ত তাই বলে এটাই সব না।গন্তব্যহীন না চলে নির্দিষ্ট স্ট্রাটাজি ফলো করে বিজনেস পরিচালনা করুন।
ওয়ান ম্যান আর্মি,কথাটা শুনতে অনেক সুন্দর কিন্তু বিজনেসে এর প্রভাব নেগেটিভই হয়।সব জায়গায় তাল দিয়ে পীর খোঁজাটাও খারাপ।